Revolutionary democratic transformation towards socialism

কমরেড রূপনারায়ণ রায়ের শহীদ দিবসে সিপিবি’র শ্রদ্ধা


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র বিপ্লবী নেতা, তেভাগা আন্দোলনের অন্যতম সংগঠক, ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা, অবিভক্ত বাংলার এমএলএ, মহান মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টি-ন্যাপ-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর সংগঠক, মেহনতি মানুষের মুক্তি-সংগ্রামের নেতা কমরেড রূপনারায়ণ রায়ের শহীদ দিবস আজ। শহীদ দিবসে পার্টির কেন্দ্রীয় কার্যালয়, মুক্তিভবনে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ ২৪ মার্চ, বৃহস্পতিবার, সকাল ১১টায় তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সহ-সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, অ্যাড. হাসান তারিক চৌধুরী, অনিরুদ্ধ দাশ অঞ্জন, লুনা নূর, শ্রমিকনেতা আব্দুল কাদের, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান নোবেল।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যারা বাংলাদেশের স্বাধীনতা মানতে পারেনি, সেই স্বাধীনতাবিরোধী চক্র তথাকথিত শ্রেণিশত্রু নিধনের নামে মানুষ হত্যা, লুটপাট ও বাংলাদেশের বিরোধীতায় ব্যস্ত ছিল। সেই চক্র শ্রেণিশত্রু নিধনের নামে ১৯৭৪ সালের ২৪ মার্চ ফুলবাড়ী উপজেলার লালপুর গ্রামে তাঁর নিজ বাসভবনে মধ্য রাতে হামলা করে তাকে নৃশংসভাবে হত্যা করে।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..