বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় জাহাজ ডুবি ও নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নিহতদের জন্য শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অপর এক বিবৃতিতে নেতৃবৃন্দ রাজধানীর কল্যাণপুর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একের পর এক এধরনের ঘটনা ঘটে চললেও এর কোনো সমাধান হচ্ছে না। ঘটনার পর তদন্ত কমিটি কিছু পদক্ষেপ নেওয়ার কথা বললেও তা বাস্তবায়ন হয় না। অবিলম্বে ক্ষতিগ্রস্থদের পূণর্বাসন এবং ক্ষতিপূরণের ব্যবস্থার দাবি করা হয়। বস্তিবাসীদের নিরাপদ জীবন দেওয়া যায়নি। আগুন তাদের তাড়িয়ে বেড়ায়।
‘নিরাপদ নদীপথ ও নিরাপদ নৌযান’ এখনো বাস্তবায়িত হয়নি। বার বার একই ঘটনা ঘটে এর কোন সুষ্ঠু তদন্ত হয় না। এবং দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না বলে অবহেলায় এরকম প্রাণনাশের ঘটনা ঘটে।
বিবৃতিতে এ অবস্থার অবসান ঘটাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ, নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত ও শাস্তির দাবি জানানো হয়।