Revolutionary democratic transformation towards socialism

কংগ্রেসের প্রচার ট্রাকে সরকার দলীয় সন্ত্রাসী হামলার প্রতিবাদ


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র দ্বাদশ কংগ্রেসের প্রচার ট্রাকে সরকার দলীয় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম। আজ ২৩ ফেব্রুয়ারি ২০২২, বুধবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসী হামলা করে সিপিবি’র চলমান আন্দোলনের কণ্ঠরোধ করা যাবে না।

আগামী ২৫-২৮ ফেব্রুয়ারি সিপিবি’র আসন্ন দ্বাদশ কংগ্রেসের প্রচার কাজে ঢাকা মহানগরীতে ট্রাকযোগে চলমান গণসংযোগে খামার বাড়ি মোড়ে

সন্ত্রাসী হামলা করে সরকার দলীয় সন্ত্রাসীরা। এসময় গাড়ী ও মাইক ভাঙচুর এবং নেতাকর্মীদের আহত করা হয়। হামলায় ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক দীপক শীল, ছাত্রনেতা প্রিতম ফকির, রেজাওয়ানুল হক মুক্ত, শাওন বিশ্বাস এবং আজিজুর রহমান আরমান আহত হন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলুম-নির্যাতনের উপরে দাড়িয়ে থাকা দুঃশাসন হটানোর আহ্বানে অনুষ্ঠিত হতে যাওয়া সিপিবি’র দ্বাদশ কংগ্রেসের কার্যক্রমের বিরুদ্ধে সন্ত্রাস করে পার পাওয়া যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারিদের গ্রেফতারের দাবি জানান।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..