বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে ১৯ সদস্য বিশিষ্ট্ কমিটি নির্বাচিত হয়েছে। কমিটির সভাপতি চাকসু’র সাবেক ভিপি, বীর মুক্তিযোদ্ধ কমরেড শামসুজ্জামান হীরা এবং সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কমরেড জলি তালুকদার নির্বাচিত হয়েছেন।
কমিটির সম্পাদকমণ্ডলির সদস্য নির্বাচিত হয়েছেন, কমরেড জামসেদ আনোয়ার তপন, কমরেড আক্তার
হোসেন, কমরেড সাইফুল ইসলাম সমীর, কমরেড ত্রিদিব সাহা, কমরেড সেকান্দার হায়াৎ।
কমিটির সদস্যবৃন্দ হলেন, কমরেড আবু তাহের বকুল, কমরেড আইনুননাহার সিদ্দিকা লিপি, কমরেড আসলাম খান, কমরেড হযরত আলী, কমরেড আব্দুল কুদ্দুস, কমরেড শংকর আচার্য, কমরেড হাসিনুর রহমান রুশো, কমরেড মনীষা মজুমদার, কমরেড জাহিদ হোসেন খান, কমরেড মানবেন্দ্র দেব, কমরেড জনি আরাফ খান, কমরেড অনিন্দা সাহা তুলতুল।