Revolutionary democratic transformation towards socialism

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিবি

জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম আজ ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, গণদুশমন সরকার আরো একটি গণবিরোধী সিদ্ধান্ত দেশের মানুষের ওপর চাপিয়ে দিয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কষাঘাতে দিশেহারা। উপরন্ত জ্বালানি তেলের এই দাম বাড়ানো পরিবহণ খরচ থেকে শুরু করে সর্বত্র দ্রব্যমূল্যের ভয়ঙ্কর ঊর্ধ্বগতি সৃষ্টি করবে। মানুষের পক্ষে এই জুলুম আর মুখবুজে সহ্য করা সম্ভব নয়। রান্নার গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৫৪ টাকা বৃদ্ধি করে ১৩১৩ টাকা করায় সাধারণ মানুষের জীবনে আরো দুর্গতি নেমে আসে। নেতৃবৃন্দ আরো বলেন, সরকার সীমাহীন লুটপাট ও দুর্নীতির আর্থিক দায় জনগণের কাধে চাপাতেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

নেতৃবৃন্দ বিবৃতিতে দেশবাসীকে সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত এবং দুঃশাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার এবং সারাদেশে পার্টি নেতৃবৃন্দকে জনগণকে সাথে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..