Revolutionary democratic transformation towards socialism

ডিসেম্বরের মধ্যে সকল প্রাপ্ত বয়স্ক নাগরিকদের টিকা প্রদান নিশ্চিত কর

ডিসেম্বরের মধ্যে প্রাপ্ত বয়স্ক সকল নাগরিককে করোনা টিকা প্রদান নিশ্চিত করা; জেলা-উপজেলায় সকল হাসপাতালে বেড সংখ্যা, হাই ফ্লো নেজাল ক্যানুলা, আইসিইউ, ভেন্টিলেটর, ডাক্তার-নার্স-টেকনিশিয়ানসহ স্বাস্থ্যসেবা কর্মী বৃদ্ধি, সকল জেলা হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত, পর্যাপ্ত ফিল্ড হাসপাতাল নির্মাণ করা; করোনাকালে সকল শ্রমজীবী মানুষকে খাদ্য ও নগদ অর্থসহায়তা, রেশন ও সুদমুক্ত ঋণ প্রদান; সকল শিল্প-শিক্ষার্থীকে করোনা টিকা দিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া; এবং করোনা মোকাবিলায় ব্যর্থ অবৈধ সরকারের পদত্যাগসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গত ১৯ আগস্ট ২০২১ বিকাল ৫টায় বাসদ কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদ, বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর শাখার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাম জোটের কেন্দ্রীয় নেতা সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কমরেড মানস নন্দী, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মনির উদ্দিন পাপ্পু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক, বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ বাসদ নগর সদস্য সচিব জুলফিকার আলী, আহসান হাবিব বুলবুল, সিপিবি ঢাকা নগর সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, সদস্য আব্দুল কাদের, সুশান্ত শফি কমল, বিপ্লবী ওয়ার্কাস পার্টির মহানসগর নেতা আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, ইউসিএলবি নেতা তৈমুর আলম খন্দকার অপু, অনুপ কুন্ড, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সহিদুল ইসলাম সবুজ, বাসদ (মার্কসবাদী) নেতা সীমা দত্ত, গণসংহতি আন্দোলনের নেতা আলিম দেওয়ান, জাহিদ হাসান, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা আব্দুল আলী, রুবেল শিকদার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা বিধান দাস। মতবিনিময় সভা পরিচালনা করেন বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর শাখার সমন্বয়ক বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।

সভায় বক্তাগণ বলেন, সরকার দেশ পরিচালনা, করোনা মোকাবিলায় ও জনগণের শতভাগ টিকা প্রদানে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বাজেটে বরাদ্দ করেও স্বাস্থ্যখাতে ব্যয় না করা এবং দুর্নীতি ও অব্যবস্থাপনার দুঃসহ ফল ভোগ করতে হচ্ছে দেশের জনসাধারণকে। এই ব্যর্থতার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা এবং জনগণের স্বাস্থ্যসেবা  ও ডিসেম্বরের মধ্যে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকা প্রদান নিশ্চিতসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী ও ঢাকা মহনগরের যানজট-জলাবদ্ধতা দূর, ডেঙ্গু মোকাবিলায় নগরের বিভিন্ন থানায় ও পাড়ায় মহল্লায় ব্যাপক প্রচার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..