Revolutionary democratic transformation towards socialism

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান নিষিদ্ধের ঘোষণা শ্রমজীবী মানুষের জীবন-জীবিকায় আঘাত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে সারাদেশে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান নিষিদ্ধের ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে লকডাউন-বিশেষ ছুটির কারণ দেশের গরিব মানুষ কর্মহীন হয়ে দারিদ্র্য সীমার নিচে নেমে অতি কষ্টে যখন জীবিকার সন্ধানে ছুটে বেড়াচ্ছে তখন সরকার এই সাধারণ দরিদ্র মানুষের জীবন-জীবিকার নিশ্চয়তা না দিয়ে উল্টো হঠাৎ করে বিকশা-ভ্যান নিষিদ্ধের ঘোষণা বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। লাখ লাখ রিকশা চালক চড়া সুদে ঋণ নিয়ে, সম্পত্তি বিক্রি করে কিংবা বন্ধক রেখে ব্যাটারি রিকশা কিনেছে। পায়ে চালিত রিকশার চেয়ে ব্যাটারি রিকশা শ্রম লাঘব করেছে। অল্প দূরত্বের গণপরিবহণ হিসেবেও এই বাহন গ্রাম-শহরে অপরিহার্য ও জনপ্রিয় হয়ে উঠেছে।

নেতৃবৃন্দ বুয়েট প্রস্তাবিত রিকশাবডি, গতি নিয়ন্ত্রক, উন্নত ব্রেকসহ ব্যাটারি চালিত রিকশা চলতে দেয়ার দাবিতে আগামী ২৭ জুন রবিবার সারাদেশে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বানে বিক্ষোভ সমাবেশ আন্দোলন কর্মসূচির প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে এই কর্মসূচি সফল করার জন্য পার্টির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..