বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ ও জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক আজ ৩ এপ্রিল ২০২১ সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে অব্যাহত গতিতে করোনা সংক্রমণ বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের আত্মসন্তুষ্টি ও অবহেলার কারণেই করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ২ মাস আগেই নতুন ভেরিয়েন্ট দেশে আসার খবর সরকারকে জানানোর পরও জনগণকে সচেতন করা এবং সতর্কমূলক কোন ব্যবস্থা সরকার নেয়নি। উপরন্তু বিরোধী সকল দলের সভা সমাবেশ বন্ধ করে দিয়ে সাম্প্রদায়িক নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ করে মহা ধুমধামে সুবর্ণজয়ন্তী পালন করেছে। সংক্রমণের অজুহাতে যে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা নেয়া হলো না, তাদের মেডিকেলে ভর্তি পরীক্ষার আয়োজন করে ব্যাপক লোক সমাগম ঘটিয়ে করোনা সংক্রমণকে সারাদেশে ছড়িয়ে দিয়েছে সরকারি এই অবিবেচনা প্রসুত সিদ্ধান্তে।
বিবৃতিতে বলা হয়, গত বছরের পরিণতি থেকে সরকার কোন শিক্ষাই গ্রহণ করেনি। ১ বছরে হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধি, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা, আইসিইউ স্থাপন করা হয়নি। ফলে এ বছরেও দেখা গেল হাসপাতালগুলোতে কোন বেড খালি নাই, আইসিইউ সংকট, অক্সিজেন সংকট চূড়ান্ত রূপ নিয়েছে। পাঁচ/ ছয় হাসপাতাল ঘুরেও মাকে ভর্তি করাতে না পারায় সন্তানের চোখের সামনেই মায়ের মৃত্যু ঘটছে এম্বুলেন্সেই।
বিবৃতিতে অবিলম্বে সকল নাগরিকের বিনামূল্যে করোনা পরীক্ষা ও টিকা নিশ্চিত করা এবং টেস্ট ও টিকা নিয়ে বাণিজ্য বন্ধের দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয় সরকার ৫ এপ্রিল থেকে ১ সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে কিন্তু এজন্য কোন পূর্ব প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে না। এ ঘোষণার সাথে সাথেই বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। নেতৃবৃন্দ বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি দাবি জানান। একদিকে লকডাউন অন্যদিকে গার্মেন্টসসহ কারখানা খোলা রাখার কথা বলা হচ্ছে, যা দ্বিমুখী আচরণ। বিবৃতিতে লকডাউনে শ্রমজীবী হতদরিদ্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও শ্রমিকদের ঝুঁকিভাতা প্রদানের দাবি জানানো হয়।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় প্রতিনিধি দল
আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক বিবৃতিতে জানানো হচ্ছে যে, জোটের কেন্দ্রীয় প্রতিনিধি দল হিন্দুবাদী সাম্প্রদায়িক নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক হেফাজতে ইসলামের সন্ত্রাস অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শনে আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন।
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও থাকবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ আল কাফী রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কমরেড শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ নেতৃবৃন্দ।
আগামীকাল সকাল ৮টায় পুরানা পল্টন সিপিবি অফিস থেকে মাইক্রোবাস যোগে ঢাকা থেকে আশুগঞ্জ হয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে পৌঁছাবেন প্রতিনিধি দল। সেখানে তারা অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সুর সম্রাট আলাউদ্দিন খাঁ’র সঙ্গীতায়নে, ভূমি অফিস, প্রেসক্লাব, রেল স্টেশনসহ বিভিন্ন স্থাপনা সরেজমিন পরিদর্শন করবেন এবং স্থানীয় জনসাধারণের সাথে কথা বলবেনে, মতবিনিময় করবেন।