Revolutionary democratic transformation towards socialism

অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম আজ ১৮ মে, ২০২১ এক বিবৃতিতে সচিবালয়ের অভ্যন্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৈনিক প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে একটা কক্ষে পঁাচ ঘন্টার বেশি আটকে রেখে পুলিশ ও সিনিয়র কর্মকর্তা কর্তৃক শারিরীক নিগ্রহের তীব্র নিন্দা জানান। 

নেতৃবৃন্দ রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তিদানের আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, রোজিনা ইসলাম একজন অনুসন্ধানী সাংবাদিক। গত কয়েক মাস ধরে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি, অকর্মণ্যতা নিয়ে অনেকগুলো প্রতিবেদন করেছেন যা দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। তার এই প্রতিবেদনের ফলেই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরে সিনিয়র কর্মকর্তাদের দ্বারা শারিরীক হামলার শিকার হয়েছেন। 

নেতৃবৃন্দ বলেন, গত কয়েকবছর ধরে এমনকি করোনাকালে অনুসন্ধানী সাংবাদিকদের কল্যাণে দেশবাসী স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ, হাসপাতাল, মেডিক্যাল কলেজে সংঘটিত হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর জানতে পেরেছে। কোটিপতি পিয়ন, শত কোটি টাকার আমলা, হাজার কোটি টাকার ঠিকাদারের কাহিনী জানতে পেরেছে। 

নেতৃবৃন্দ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি উন্মোচন করার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে স্বাধীন তদন্ত কমিশন গঠন করার আহ্বান জানান। তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজ আমলা-ঠিকাদারদের চিহ্নিত করে অবিলম্বে তাদের শাস্তির আওতায় আনা ও তাদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ মতপ্রকাশের স্বাধীনতা হরণকারী ও সাংবাদিকতার স্বাধীনতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিলের দাবি জানান।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..