Revolutionary democratic transformation towards socialism

ছাত্রজোটের কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় সিপিবির তীব্র নিন্দা


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিতে ছাত্রলীগের পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার হোতা হিন্দুত্ববাদী

আরএসএস’র প্রচারক উগ্র সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীর আগমণ বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করছে। মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ প্রতিবাদে সোচ্চার হয়েছে। প্রতিবাদীদের ঠেকাতে সন্ত্রাসী বাহিনী নামানো হয়েছে। মোদীর আগমনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্রজোটের প্রতিবাদী কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আজ পরিকল্পিতভাবে

যে হামলা চালিয়ে অনেক নেতা-কর্মীকে যেভাবে আহত করেছে, তা ন্যাক্কারজনক। কয়েকদিন আগে ছাত্রলীগের একজন নেতা প্রকাশ্যে প্রগতিশীল ছাত্রজোটকে হুমকি দিয়েছিল। কিন্তু প্রশাসনের নিরবতায় প্রমাণিত হয়েছে যে, প্রশাসন সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করছে। হামলা করে আন্দোলন দমন করা যাবে না। আন্দোলনের মাধ্যমেই সব হামলার জবাব দেয়া হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

উৎসবে ধর্মীয় সংখ্যালঘু, দলিত, আদিবাসী সমাজের নিপীড়িত মানুষের রক্তে হাত রঞ্জিত করা কোনো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তির অংশগ্রহণ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনো মানুষ মেনে নিতে পারে না। উগ্র সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে আমন্ত্রণ জানিয়ে সরকার শহীদদের অবমাননা ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..