স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে উগ্র সাম্প্রদায়িক দাঙ্গাবাজ নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ ও তার আগমনের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট কর্তৃক ঘোষিত দেশব্যাপী কালো পতাকা মিছিল আজ ২৪ মার্চ ২০২১, দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে।
সিলেট, রাজশাহী, জয়পুরহাটসহ কয়েকটি জেলায় পুলিশ সমাবেশে নারকীয় হামলা চালায়। এতে সিলেটে ১০ জন, রাজশাহীতে ১২ জন নেতাকর্মী আহত হয়। রাজশাহীতে পুলিশ মিছিল থেকে সিপিবি’র কেন্দ্রীয় নেতা, রাকসু’র সাবেক ভিপি জননেতা রাগীব আহসান মুন্না, বাসদ নেতা আলফাজ হোসেন, গণসংহতি আন্দোলনের নেতা মোমিনসহ ১০ জনকে গ্রেফতার করে। পুলিশ সিলেটে মিছিল থেকে বাসদ (মার্কসবাদী)’র নেতা উজ্জল রায়, ছাত্র ইউনিয়ন নেত্রী মনীষা ওয়াহিদ, ছাত্রফ্রন্ট নেতা সঞ্জয় দাসসহ ১০ জনকে গ্রেফতার করে। জয়পুরহাটে পুলিশ ব্যানার-ফেস্টুন কেড়ে নিয়ে যায়। অন্যান্য জেলায়ও পুলিশ মিছিলে বাধা প্রদান করে।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ অবিলম্বে জননেতা রাগীব আহসান মুন্না, উজ্জল রায়, আলফাজ হোসেন, মোমিনসহ সকল গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, বাম জোটের নেতাকর্মীদের গ্রেফতার করে দাঙ্গাবাজ মোদীর সফর নির্বিঘ্ন করা যাবে না। নেতৃবৃন্দ জুলুম-নির্যাতন-গ্রেফতারের পথ পরিহার করে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ প্রত্যাহার করে বাংলাদেশের সকল নাগরিককে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সুযোগ করে দেয়ার জন্য সকারের প্রতি আহ্বান জানান।
Login to comment..