Revolutionary democratic transformation towards socialism

গণজাগরণ মঞ্চ আহূত হরতালের সমর্থনে সিপিবি-বাসদ নেতৃবৃন্দ মুক্তচিন্তার উপর আঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন হরতাল সফল করায় দেশবাসীকে সিপিবি-বাসদ-এর অভিনন্দন


প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক রণদীপম বসু ও কবি তারেক রহিমকে হত্যাচেষ্টার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চ আহূত হরতালের সমর্থনে সকাল ৬টা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর নেতাকর্মীরা ঢাকার পল্টন, মিরপুর, মোহাম্মদপুর, শান্তিনগর, ধানমন্ডি, সূত্রাপর, শাহবাগসহ বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশ করেছেন। পল্টন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, আহসান হাবিব লাবলু, বাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ কাফি রতন, জলি তালুকদার, বাসদ নেতা আবদুর রাজ্জাক, জুলফিকার আলী, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, উদীচী’র সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, যুব ইউনিয়নের নেতা আতিকুল হক খান, সেকেন্দার হায়াৎ, প্রগতি লেখক সংঘের অভিন্যু কিবরিয়া ইসলাম, সিপিবি’র নেতা মুজিবুল হক, শ্রমিকনেতা মঞ্জুর মঈন প্রমুখ। সমাবেশে সিপিবি-বাসদ-এর নেতৃবৃন্দ বলেন, যে অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার জন্য মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, তার ভিত্তি মূলে আঘাত হানছে মৌলবাদী শক্তি। সরকারের ব্যর্থতা এবং কখনো কখনো প্রশ্রয়দানের ফলে আজ দেশের মুক্তবুদ্ধি চর্চাকারী লেখক, প্রকাশক নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। মৌলবাদী-সাম্রাজ্যবাদী শক্তির প্রতি সরকারের নতজানু মনোভাব দেশকে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারী উচ্চারণ করেন। সিপিবি-বাসদ-এর নেতৃবৃন্দ সারাদেশের সচেতন জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সিপিবি-বাসদ-এর নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করেছেন। সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে হরতাল সফল করার দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ চট্টগ্রাম, পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে গণজাগরণ মঞ্চ আহূত হরতাল চলাকালে ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীদের ওপর পুলিশ ও সরকারি দলের গুন্ডাদের হামলার তীব্র নিন্দা জানান। বার্তা প্রেরক চন্দন সিদ্ধান্ত কেন্দ্রীয় দপ্তর বিভাগ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..