কমরেড আজিজুর রহমানের মৃত্যুতে সিপিবি’র শোক প্রকাশ

Posted: 10 ডিসেম্বর, 2020

বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য আজীবন বিপ্লবী কমরেড আজিজুর রহমানের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, খুলনা-সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিহীন ক্ষেতমজুরদের সংগঠিত করে তাঁদে অধিকার আদায়ের লড়াইকে সংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। শ্রমিক-কৃষক মেহনতি মানুষের অধিকার আদায়ে আমৃত্যু তিনি লড়াই করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, কমরেড আজিজুর রহমানের মৃত্যুতে দেশ একজন পরীক্ষিত নীতিনিষ্ঠ, দেশপ্রেমিক ও সমাজপ্রগতির লড়াইয়ের যোদ্ধাকে হারালো। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর সংগ্রামী জীবন থেকে নতুন প্রজন্ম শিক্ষা গ্রহণ করবে। তাঁর স্বপ্নের সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে অগ্রসর করার মধ্য দিয়ে তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন করতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানিয়েছেন।