ঢাকা মহানগরে পুলিশের পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞায় বাম জোটের নিন্দা জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে দুঃশাসন বেশিদিন টিকিয়ে রাখা যাবে না

Posted: 03 ডিসেম্বর, 2020

ঢাকা মহানগর পুলিশ কমিশনার কর্তৃক ঢাকা শহরে পুলিশের পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোট সমন্বয়ক, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মবিনুল হায়দার চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউসিএল’র সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক আজ ৩ ডিসেম্বর, এক বিবৃতিতে বলেন, জনগণের মতপ্রকাশের স্বাধীনতা মৌলিক সাংবিধানিক অধিকার। তাঁরা বলেন, নির্দেশ জারি করে সরকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। নেতৃবৃন্দ বলেন, ৩০ ডিসেম্বর পুলিশ-আমলাদের সহযোগিতায় দিনের ভোট রাতে সম্পন্ন করে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতাসীন এ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে দু:শাসন টিকিয়ে রাখতে জনগণের মিছিল, সভা, সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছিল। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে সময় জনগণ সভা, সমাবেশ করতে পুলিশী অনুমোদনের তোয়াক্কা করেনি। আজো ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণ রাজপথের লড়াইয়ে কোন অনুমতির তোয়াক্কা করবে না। নেতৃবৃন্দ অবিলম্বে সরকারের এই অগণতান্ত্রিক নির্দেশ প্রত্যাহার করার দাবি জানান। তাঁরা বলেন, নচেৎ সরকারের এই অবৈধ নির্দেশ প্রত্যাখ্যান করেই জনগণের লড়াই চলবে।