সিপিবি নেতা কমরেড মশিউজ্জামানবাবুর মৃত্যুতে শোক
Posted: 01 সেপ্টেম্বর, 2020
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মশিউজ্জামানবাবুর মৃত্যুতে সিপিবির কেন্দ্রীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে।
সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বলেছেন, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের অধিকার আদায়ে কমরেড মশিউজ্জামানবাবু সবসময় সোচ্চার ছিলেন। নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে তিনি মেহেরপুরে বামপন্থী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যুতে সিপিবিসহ বামপন্থী আন্দোলন ক্ষতিগ্রস্থ হলো। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, আজ ১ সেপ্টেম্বর সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে কমরেড মশিউজ্জামানবাবু মৃত্যুবরণ করেন।