ভাষাসংগ্রামী চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে সিপিবির শোক

Posted: 15 আগস্ট, 2020

মহান ভাষা আন্দোলনের অন্যতম যোদ্ধা, বিশিষ্ট চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুর্তজা বশীর বাংলাদেশের শিল্পকলায় অপরিহার্য ও বিশিষ্ট একটি নাম। চিত্রশিল্পের পাশাপাশি সাহিত্য, চলচ্চিত্র, গবেষণায় তিনি ছিলেন সপ্রতিভ। তিনি একাধারে ছিলেন শিল্পী ও রাজনৈতিক সংগঠক। দীর্ঘদিন তিনি প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ছিলেন কমিউনিস্ট পার্টির সার্বক্ষণিক কর্মী। কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে মুর্তজা বশীর মহান ভাষা আন্দোলনে বিশিষ্ট ভূমিকা পালন করেছেন। ভাষা আন্দোলনে কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি ছিলেন সক্রিয় ও নিষ্ঠাবান। পার্টির কার্যক্রম অংশগ্রহণ পরিচালনা করতে গিয়ে তাঁকে কারাভোগও করতে হয়েছে। মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও তাঁর ভূমিকা অগ্রগণ্য। বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ আরও বলেন, মুর্তজা বশীরের মৃত্যুতে দেশের অসামান্য ক্ষতি হলো। রাজনীতিতে ও শিল্পের অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।