স্বাস্থ্যখাতে অনিয়ম, লুটপাট, দুর্নীতি করোনাকালীন সময়ে মানুষের জীবন নিয়ে ব্যবসার প্রতিবাদে সারাদেশে আগামী ২৬ জুলাই ‘ধিক্কার দিবস’ পালন করবে সিপিবি

Posted: 20 জুলাই, 2020

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপবি আগামী ২৬ জুলাই রবিবার সারাদেশে ‘ধিক্কার দিবস’ পালন করবে। আজ ২০ জুলাই সিপিবি করোনা রেসপন্স টিমের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, মিহির ঘোষ, রফিকুজ্জামান লায়েক, মাহাবুবুল আলম, আহসান হাবীব লাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান। সভায় স্বাস্থ্যখাতে ব্যাপক লুটপাট দুর্নীতি, করোনাকালীন সময়ে মানুষের জীবন নিয়ে ব্যবসা করার ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার এবং এর প্রতিবাদে ‘ধিক্কার দিবস’ যথাযথভাবে পালনের জন্য দেশবাসীর প্রতি আহŸান জানানো হয়।