গার্মেন্ট শ্রমিকদের মার্চ মাসের মজুরি অবিলম্বে পরিশোধ করুন

Posted: 15 এপ্রিল, 2020

আজ এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহম্মদ শাহ আলম অবিলম্বে গার্মেন্ট শ্রমিকদের মার্চ মাসের মজুরি পরিশোধের জন্য গার্মেন্ট শিল্পের মালিকদের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা ২৫ মার্চ পর্যন্ত কারখানায় কাজ করেছে। সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও অনেক কারখানায় ছুটি প্রদান করা হয়নি। শ্রম আইন অনুযায়ি সাধারণ ছুটিতে শ্রমিক-কর্মচারীরা মজুরি প্রাপ্য। ফলে মার্চ মাসের মজুরি এপ্রিল মাসের ১০ তারিখের মধ্যে সকল শ্রমিককে দেয়া মালিকদের জন্য বাধ্যতামূলক। কিন্তু তারা সরকার ঘোষিত প্রণোদানার কথা তুলে তালবাহানা করছে। শ্রমিকরা মজুরির দাবিতে কারখানার সামনে অবস্থান করছে। এতে একদিকে তারা তীব্র স্বাস্থ্য ঝঁুকির মধ্যে রয়েছে। অন্যদিকে মালিকদের নির্দেশে পুলিশ বাহিনী তাদের উপর নিপীড়ন চালাচ্ছে। করোনা মহাবির্পযয়ের মধ্যেও বিভিন্ন কারখানায় বিপর্যস্ত শ্রমিকদের চাকুরিচ্যুত করা হচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে অ্যাকাউন্টের মাধ্যমে শ্রমিকদের মার্চ মাসের মজুরি ও ওভারটাইম পরিশোধের আহ্বান জানান। সেই সাথে চাকুরিচ্যুত শ্রমিকদের কাজে পুনর্বহাল এবং নতুন করে কোন শ্রমিককে চাকুরিচ্যুত না করার জন্য মালিকদের হুশিয়ার করে দেন।