প্রধানমন্ত্রীকে সিপিবি গার্মেন্ট শ্রমিকদের জন্য ঘোষিত বরাদ্দ ৫ হাজার কোটি টাকা সরাসরি শ্রমিক-কর্মচারীদের ব্যাংক হিসাবে জমা দিন

Posted: 26 মার্চ, 2020

গতকাল প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের একটি বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহআলম আজ এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে করোনা ভাইরাস মহাবিপর্যয়কালে রপ্তানীমুখী গার্মেন্ট শিল্পে সৃষ্ট সংকটের ফলে এ শিল্পে কর্মরত চল্লিশ লাখের অধিক শ্রমিকের জীবনে যে দূরাবস্থা নেমে আসবে তা মোকাবেলার জন্য শ্রমিক-কর্মচারীদের বেতন বাবদ ৫ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন। নেতৃবৃন্দ ঘোষিত বেতনের অর্থ কারখানা মালিকদের কাছে হস্তান্তর না করে সরাসরি শ্রমিক-কর্মচারীদের ব্যাংক হিসাবে ট্রান্সফার করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান। তারা বলেন, নচেৎ এ অর্থ প্রকৃত ভুক্তভোগীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা কম। তারা বলেন, শ্রমিকদের অর্থ যেন কেউ তসরুফ করতে না পারে সেদিকে সরকারকে নজরদারি করতে হবে।