‘ভিশন মুক্তিযুদ্ধ ৭১’ বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নির্মাণ করতে হবে
- রুহিন হোসেন প্রিন্স
Posted: 31 জানুয়ারী, 2020
## মিরপুর হানাদার মুক্ত দিবসে শহীদদের প্রতি সিপিবির শ্রদ্ধা নিবেদন
### মুক্তিযুদ্ধের চেতনায় সমতাভিক্তিক ঢাকা গড়ার অঙ্গীকার কাস্তে মার্কার মেয়রপ্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেলের
আজ ৩১ জানুয়ারি সকাল ১১টায় ‘মিরপুর হানাদার মুক্ত দিবস’-এ মিরপুর ১৩ নম্বর জল্লাদখানা বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল, সিপিবি কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, কৃষক সমিতি, উদীচী, গার্মেন্ট টিইউসি’র নেতা কর্মীরা।
এ সময় শহীদের স্মরণে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ডা. সাজেদুল হক রুবেল, রুহিন হোসেন প্রিন্স, আহসান হাবীব লাবলু, জাহিদ হোসেন খান, তারিক হোসেন মিঠুল, খান আসাদুজ্জামাম মাসুম, রোমান হায়দার প্রমুখ।
ডা. সাজেদুল হক রুবেল বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে হলে শহীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। তিনি শহীদের রক্তে শপথ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সমতাভিক্তিক ঢাকা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘ভিশন মুক্তিযুদ্ধ ৭১’ বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় আসাপ্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ নির্মাণ করতে হবে। এই দায়িত্ব পালনের মধ্য দিয়েই আমরা বীর শহীদদের প্রতি সর্বশ্রেষ্ঠ সম্মান জানাতে পারবো। তিনি বলেন, সিপিবি’র নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি সংরক্ষণ থেকে শুরু করে, ঐসব শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সদা তৎপর। তিনি স্বাধীনতাবিরোধী অপশক্তির তৎপরতা সম্পর্কে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।