একজন হকারকেও উচ্ছেদ করা হবে না - সিপিবি মেয়রপ্রার্থী ডা. রুবেল

Posted: 20 জানুয়ারী, 2020

আজ ২০ জানুয়ারি সোমবার দুপুরে মিরপুরে এক পথসভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিপিবি মনোনীত কাস্তে মার্কার মেয়র প্রার্থী ডা. আহম্মদ সাজেদুল হক রুবেল বলেছেন, তিনি নির্বাচিত হলে একজন হকারকেও উচ্ছেদ করা হবে না। তিনি বলেন, প্রয়োজনে তাঁদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, একজন হকার পরিবারের ৫/৬ জন মানুষের অন্ন যোগায়। রাস্তা আটকে কোন কাজও করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ফুটপাত চলাচলের উপযোগী রেখেও সারা দুনিয়ায় হকার ও ছোট ব্যবসায়ীরা নগরে থাকে। আর আমরা চাই সকলের জন্য ঢাকা। যে ফুটপাতে হকার বসতে পারে না, একই ব্যবস্থা গাড়ীওয়ালাদের জন্য থাকতে হবে। তিনি নগরের পথশিশু ও প্রবীণদের উপযোগী করা ও প্রতিবন্ধীদের উপযোগী নগর করার অঙ্গীকার করেন। ডা. রুবেল মিরপুর ১ নম্বরসহ পাইকপাড়া, আনসারক্যাম্প, কল্ল্যাণপুর এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় নেতা আসলাম খান, বৃহত্তর মিরপুর নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান তারিক হোসেন মিঠুল, সিপিবি মিরপুর থানা সভাপতি রিয়াজ উদ্দিন, যুব ইউনিয়নের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান আজীম। কাফরুল ১৩ নম্বর বাইশটেকি, প্যারিস রোডে গণসংযোগ করেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সিপিবি কাফরুল থানার নেতা আলী কওসার মামুন, মীর্জা রাসেদ সামী তানজিল, রোকেয়া সুলতানা বিলু, গার্মেন্ট টিইউসির নেতা সোহেল রানা জীবন। মোহাম্মাদপুর আদাবরে গণসংযোগ করেন সিপিবি সম্পাদক আহসান হাবীব লাবলু, সিপিবি নেতা শংকর আচার্য্য, জামাল হায়দার, নিমাই গাঙ্গুলি, ফেরদৌস আহম্মেদ উজ্জল। মগবাজার হাতিরঝিলে সিপিবি কেন্দ্রীয় নেতা জাহিদ হোসেন খান, সিপিবি নেতা মাস্তান শেখ, জহিরুল ইসলাম গণসংযোগ অনুষ্ঠিত করেন। বাড্ডায় গণসংযোগে অংশ নেন বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, যুব ইউনিয়নের সভাপতি হাফিজ আদনান রিয়াদ, সিপিবি বাড্ডা থানার নেতা নশরুর কামাল খান, যুব ইউনিয়ন ঢাকা মহানগর সভাপতি হাবীব ইমন। উত্তরা আজমপুর সেকশন এলাকায় গণসংযোগ করেন গার্মেন্ট টিইউসি’র কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শরিফুল আনোয়ার সজ্জন, প্রচার সম্পাদক চৌধুরী জোসেন প্রমুখ।