প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা

Posted: 19 জানুয়ারী, 2020

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাহিত্যিক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে এই পদক্ষেপের নিন্দা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বিবৃতে বলেন, সম্প্রতি ‘কিশোর আলোর’ এক অনুষ্ঠানে নাঈমুল আবরার রাহাতের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বেদনাদায়ক ঘটনাটিকে কেন্দ্র করে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সংবাদপত্রের কণ্ঠরোধ ও স্বাধীন মত প্রকাশের পথ বিঘ্নিত করার উদ্দেশ্যে ভীতি প্রদর্শন, হয়রানি ও নাজেহাল করার কৌশল হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জনমনে যুক্তিসঙ্গত আশঙ্কা রয়েছে। নেতৃবৃন্দ এ ধরনের পদক্ষেপ বন্ধ করার জন্য দাবি জানিয়েছেন। এ বিষয়ক মামলাটি যেন উদ্দেশ্যমূলক, পক্ষপাতদুষ্ট, হয়রানিমূলক না হয় এবং তা যেন স্বাধীন মত প্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করার ও সংবাদপত্রের স্বাধীনতাকে ক্ষুণ্ন করার সুযোগ হিসেবে কোনোভাবে ব্যবহৃত না হয়, নেতৃবৃন্দ সে বিষয়ে সরকারকে সতর্ক করেছেন।