ভোট ডাকাতির এক বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন হঠাতে ৩০ ডিসেম্বর কালো পতাকা হাতে রাজপথে নেমে আসুন

Posted: 24 ডিসেম্বর, 2019

ভোট ডাকাতির এক বছরে আগামী ৩০ ডিসেম্বর সোমবার দেশব্যাপী ‘কালো দিবস’ এ দেশবাসীকে কালো পতাকা হাতে রাজপথে নেমে আসার আহ্বান জানান বাম গণতান্ত্রিক জোট। গত বছরের ৩০ ডিসেম্বর এক নজিরবিহীন ভোট ডাকাতি-ভোট জালিয়াতির মধ্য দিয়ে গঠিত সংসদ ও সরকার এক বছর পার করেছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সরকার ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতে ব্যালট পেপারে সিল মেরে ভোট জালিয়াতির এক চরম কলঙ্কজনক নজির স্থাপন করে পুনরায় ক্ষমতাসীন হয়েছে। ভোটের নামে এসব ছিল এক ধরনের প্রশাসনিক ক্যু। এটি ছিল একটি ‘নির্বাচনী ক্যু’। ২০১৪ সালের ৫ জানুয়ারিতেও নির্বাচনী প্রহসনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার অস্বীকার করা হয়েছিল। বিনা প্রদ্বিন্দ্বিতায় ১৫৪ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। এভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। দেশব্যাপী ‘কালো দিবস’ পালন করতে আজ ২৪ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার সকাল ১১টায় পুরানা পল্টন মোড়ে প্রচারপত্র বিতরণ করে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বাম জোটের শীর্ষ নেতা বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, খালেকুজ্জামান লিপন, হুমায়ুন মুজিব, আরিফুল ইসলাম নাদিম, শম্পা বসু, শেখ রফিক, শাহারিয়ার রাহাত প্রমুখ। বাম জোট নেতৃবৃন্দ আগামী ৩০ ডিসেম্বর দেশবাসীকে কালো পতাকা হাতে রাজপথে নেমে এসে নিজেদের ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।