দেশবাসীর প্রতি বাম গণতান্ত্রিক জোটের আহ্বান
আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন হঠাতে
৩০ ডিসেম্বর কালো পতাকা হাতে রাজপথে নেমে আসুন
Posted: 23 ডিসেম্বর, 2019
ভোট ডাকাতির এক বছরে আগামী ৩০ ডিসেম্বর সোমবার দেশব্যাপী ‘কালো দিবস’ এ দেশবাসীকে কালো পতাকা হাতে রাজপথে নেমে আসার আহ্বান জানান বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদ। জোট সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা থেকে এ আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউসিএলবি’র সম্পাদকম-লীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য ফখরুদ্দীন কবীর আতিক, গণসংহতি আন্দোলনের সম্পাদকম-লীর সদস্য মনিরউদ্দিন পাপ্পু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির লিয়াকত আলী।
সভায় বলা হয়, গত বছরের ৩০ ডিসেম্বর এক নজিরবিহীন ভোট ডাকাতি-ভোট জালিয়াতির মধ্য দিয়ে গঠিত সংসদ ও সরকার এক বছর পার করেছে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সরকার ৩০ ডিসেম্বর ভোট ২৯ ডিসেম্বর রাতে ব্যালট পেপারে সিল মেরে ভোট জালিয়াতির এক চরম কলঙ্কজনক নজির স্থাপন করে পুনরায় ক্ষমতাসীন হয়েছে। ভোটের নামে এসব ছিল এক ধরনের ‘নির্বাচনী ক্যু’। ভোটের দিন বিরোধীদলীয় সদস্যদের ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। নির্বাচনী ফলাফল ছিল পূর্বনির্ধারিত।
সভায় বলা হয়, এ নির্বাচন জনগণ মেনে নেয়নি। সরকার ভীতিকর পরিবেশ তৈরি করে জবরদস্তিমূলকভাবে ক্ষমতাসীন রয়েছে। বাম গণতান্ত্রিক জোট ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে অবিলম্বে দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবিতে আগামী ৩০ ডিসেম্বর ‘কালো দিবসে’ দেশবাসীকে কালো পতাকা হাতে রাজপথে নেমে আসার আহ্বান জানান।
৩০ ডিসেম্বর ‘কালো দিবসের’ কর্মসূচি
# জেলায় কালো পতাকা হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ।
# কেন্দ্রীয় কর্মসূচি : সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেত হয়ে কালো পতাকা হাতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল।