অনশনরত পাটকল শ্রমিক আব্দুস সাত্তারের মৃত্যুতে বাম গণতান্ত্রিক জোটের তীব্র ক্ষোভ

Posted: 13 ডিসেম্বর, 2019

বকেয়া মজুরি পরিশোধসহ পাটকল শ্রমিকদের ১১ দফা দাবিতে অনশনরত খুলনার প্লাটিনাম জুট মিলের শ্রমিক আব্দুস সাত্তারের মৃত্যুতে তীব্র ক্ষোভ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ আজ ১৩ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, পাটকল শ্রমিকদের ১১ দফা দাবি বিবেচনা না নেয়ায় পুনরায় প্রমাণিত হলো এ সরকার গরিব-মেহনতি শ্রমিকদের স্বার্থবিরোধী। তারা বলেন, শ্রমিকরা কাজ করে মজুরি পাচ্ছে না। তাদের ১৫ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। প্রতিবার আন্দোলন করেই তাদের মজুরি আদায় করতে হচ্ছে। বিবৃতিতে তারা বলেন, আন্তর্জাতিক অর্থ তহবিল ও বিশ্ব ব্যাংকের পরামর্শে নয়া উদারবাদী নীতি বাস্তবায়ন করে পাট চাষ ও পাট শিল্পকে ধ্বংস করে দেয়া হচ্ছে। আদমজীর মত সমগ্র রাষ্ট্রীয় খাতের পাটকলসমূহ ধ্বংস করে পাট শিল্পকে ব্যক্তি মালিকানায় তুলে দেয়ার জন্য সরকার শিল্প ও শ্রমিকবিরোধী নীতি নিয়েছে। তারা সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহŸান জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে পাটকল শ্রমিকদের ১১ দফা মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অনশনে মৃত্যুবরণকারী আব্দুস সাত্তারের পরিবারের দায়িত্ব গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান।