হামলায় আহত নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছে সিপিবি

Posted: 02 ডিসেম্বর, 2019

গত ২৮ নভেম্বর ঢাকার শান্তিনগরে অনুষ্ঠিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রতিবাদ মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনায় পুলিশ এখনও হামলাকারীদের গ্রেফতার করায় এবং হামলায় আহতদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিবি। সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বলেছেন, গত ২৮ নভেম্বর প্রখ্যাত শ্রমিকনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান জননেতা কমরেড মনজুরুল আহসান খানসহ সিপিবির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এই হামলার প্রতিবাদে প্রতিবাদে রাতে ঢাকার শান্তিনগর এলাকায় সিপিবি’র নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করলে, ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আল হাসান শোভনের নেতৃত্বে সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা চালায়। এই সন্ত্রাসী হামলায় ধারালো আঘাতে গুরুতর আহত হন সিপিবি শান্তিনগর শাখার সম্পাদক মঞ্জুর মঈন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অনিক রায়, শ্রমিকনেতা হোসেন আলী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও হেলথ এন্ড হোপ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে হয়ে। এ ঘটনায় পল্টন থাকায় অভিযোগ দায়ের করা হলেও, পুলিশ এখনও হামলাকারীদের কাউকে গ্রেফতার করেনি। উপরন্তু পল্টন থানায় আহত নেৃবৃন্দকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দেশে এখন এক অদ্ভুত শাসন চলছে, যেখানে আক্রান্তরা বিচার পাচ্ছে না। উল্টো তাদেরকে আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। কর্তৃত্ববাদী শাসনে মানুষের নিরাপত্তা নেই। প্রতিবাদের অধিকারও কেড়ে নেয়া হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান দুঃসহ ও বিপজ্জনক অবস্থা থেকে মুক্তি পেতে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন হটানোর আন্দোলনকে তীব্র করতে হবে। গণআন্দোলনের মাধ্যমেই গণবিরোধী সরকারকে বিদায় করতে হবে। এর জন্য প্রস্তুত হতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ শান্তিনগরসহ দেশের বিভিন্ন স্থানে সিপিবির নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে নেতৃবৃন্দ শান্তিনগরের হামলায় আক্রান্তদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।