কমরেড মনজুরুল আহসান খানসহ সিপিবি’র নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেফতারের নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট
Posted: 29 নভেম্বর, 2019
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিক জননেতা কমরেড মনজুরুল আহসান খানসহ বিভিন্ন স্থানে সিপিবির নেতাকর্মীদের ওপর সরকারি সন্ত্রাসী বাহিনী ও পুলিশের হামলা ও গ্রেফতারের ঘটনায় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক এক বিবৃতিতে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। জনগণের সমর্থন ছাড়া হামলা-নির্যাতনের পথে কোনো সরকারই টিকে থাকতে পারেনি। ইতিহাস তার সাক্ষী। বর্তমান সরকারও টিকে থাকতে পারবে না। গণআন্দোলনে দুঃসাশন ভেসে যাবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। বামপন্থী-প্রগতিশীল শক্তির ওপর নানাভাবে হামলা হচ্ছে। গণতন্ত্রকে মুক্ত করতে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে হবে।