সিপিবি বাম গণতান্ত্রিক বিকল্প গড়ার কাজকে অবিচলভাবেই এগিয়ে নেবে

Posted: 14 অক্টোবর, 2019

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে জানিয়েছেন যে, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টকশোর আলোচনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র অন্যতম উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান দেশের বর্তমান নাজুক ও বিপজ্জনক পরিস্থিতিতে যে জাতীয় সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা বলেছেন, একান্তভাবেই তা তাঁর ব্যক্তিগত মতামত। এটি সিপিবির গৃহীত কোনো সিদ্ধান্ত নয়। সিপিবি চলমান দুঃশাসনের অবসান, জনগণের বিপ্লবী ঐক্য গড়ে তোলা এবং জোট-মহাজোটের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার কাজকেই বর্তমান সময়ের প্রধান কাজ বলে বিবেচনা করে। এই লক্ষ্যে অবিচল থেকে সিপিবি নীতিনিষ্ঠভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে ও যাবে।