কমিউনিস্ট পার্টির উদ্যোগে ডেঙ্গু চিকিৎসা
হেল্প লাইন (পরামর্শ কেন্দ্র) চালু
Posted: 30 জুলাই, 2019
ঢাকা শহরসহ সারাদেশে ডেঙ্গু জ্বর মহামারির মত ছড়িয়ে যাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ডেঙ্গু আক্রান্তদের পরামর্শ দেয়ার জন্য পার্টির কেন্দ্রীয় কার্যালয় ২ কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন-এ আজ ৩০ জুলাই ‘ডেঙ্গু চিকিৎসা হেল্প লাইন (পরামর্শ কেন্দ্র)’ চালু করেছে। প্রথম দিন পরামর্শ কেন্দ্রে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক (ডা.) আবু সাঈদ।
পরামর্শ কেন্দ্রে উপস্থিত চিকিৎসকগণ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরাসরি পরামর্শ প্রদান করবেন। এছাড়া মোবাইল ফোনে ২৪ ঘণ্টা সহায়তা নেয়া যাবে।
হেল্প লাইন (পরামর্শ কেন্দ্র)-এ যোগাযোগের নম্বর হচ্ছে- ০১৭১১৪৩৮১৮১, ০১৮১৮১০৮৭৫৯ (নাদিম)।