পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ায়
তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সিপিবি
Posted: 03 আগস্ট, 2019
‘দি ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি’ বা আইএনএফ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পরমাণু যুদ্ধ আটকাতে ১৯৮৭ সালে সোভিয়েত আমলে আইএনএফ চুক্তিটি করা হয়েছিল। চুক্তিটি ছিল অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণের ভিত্তি। যুক্তি অনুসারে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ ছিল। চুক্তি অনুযায়ী ১৯৯১ সাল পর্যন্ত প্রায় ২ হাজার ৭০০ ক্ষেপনাস্ত্র ধ্বংস করা হয়েছিল। চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া বিশ্বশান্তির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এর আগে ২০০২ সালে আমেরিকা ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকেও সরে এসেছিল।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, চুক্তিটি থেকে নিজেকে প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের পথে একটি ধ্বংসাত্মক পদক্ষেপ নিল। এর ফলে বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হলো। এতে বৈশ্বিক স্থিতিশীলতা ও ভারসাম্য সর্বোপরি বিশ্বশান্তি মারাত্মক হুমকির মুখে পড়ল এবং বিশ্বব্যাপী আতঙ্কের সৃষ্টি হলো। যুদ্ধবাজ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধবাদী অপতৎপরতা থেকে এ কথা স্পষ্ট যে, আইএনএফ চুক্তি-উত্তর বিশ্বে এখন সাম্রাজ্যবাদ যুদ্ধের দামামা বাজিয়ে বেড়াবে। বিশ্ববাসীর প্রতি ক্ষেপনাস্ত্রের হুমকি আরও বাড়বে।
বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদী যুদ্ধের দামামার বিরুদ্ধে এবং বিশ্বশান্তির পক্ষে সোচ্চার হওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।