কমরেড মণি সিংহ মেলা শুরু
কমরেড মণি সিংহ-এর ২৪তম মৃত্যুবার্ষিকীতে সিপিবি’র শ্রদ্ধা নিবেদন
Posted: 31 ডিসেম্বর, 2014
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, কৃষকের স্বার্থে গড়ে ওঠা ঐতিহাসিক টংক আন্দোলন, সমাজতন্ত্র তথা সাম্যবাদ প্রতিষ্ঠার সংগ্রামে উপমহাদেশের কিংবদন্তীর নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্থপতি, প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টামন্ডলীর সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ২৪ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় শ্যামপুর শ্মশানে কমরেড মণি সিংহের স্মৃতিফলকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)সহ বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শ্যামপুর শ্মশানে পুষ্পমাল্য অর্পণকালে সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সিপিবি নেতৃবৃন্দ মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, চন্দন সিদ্ধান্ত, জাহিদ হোসেন খান, আবু তাহের বকুল, রতন দাশ, বিকাশ সাহা, নূরুল ইসলাম গাজী মাহবুবুর রহমান শিপন প্রমুখ।
পুষ্পমাল্য অর্পণের পর অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে কমরেড জাফর বলেন, কমরেড মণি সিংহ আজীবন বিপ্লবী রাজনীতি করেছেন। শ্রমিক কৃষক মেহনতী মানুষের মুক্তির লক্ষ্যে সমাজতন্ত্র-সাম্যবাদ কায়েমই ছিল তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। বাংলাদেশে সমাজতন্ত্র সাম্যবাদ কায়েমের সংগ্রাম অগ্রসর করার মধ্য দিয়ে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।
এদিকে, আজ ৩১ ডিসেম্বর নেত্রকোণার দুর্গাপুরে ‘কমরেড মণি সিংহ মেলা’ শুরু হয়েছে। এই মেলা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত চলবে। এছাড়াও ৯ জানুয়ারি ঢাকায় কমরেড মণি সিংহের স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
বার্তা প্রেরক
কেন্দ্রীয় দপ্তর বিভাগ