শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় সিপিবির নিন্দা
Posted: 21 এপ্রিল, 2019
শ্রীলঙ্কায় সিরিয়াল বোমা হামলার ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তীব্র নিন্দা জ্ঞাপন করেছে এবং শতাধিক নিরীহ নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম আজ এক বিবৃতিতে বলেন, দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের পবিত্র অনুষ্ঠান ইস্টার সানডের দিনে রাজধানী কলম্বোসহ দেশটির বিভিন্ন স্থানে অবস্থিত গির্জাসমূহে সন্ত্রাসীদের সিরিয়াল বোমা হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শ্রীলঙ্কার সাম্প্রদায়িক ও জাতিগত সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়। একই সঙ্গে এই সন্ত্রাসীরা দেশটিকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে তাদের হীন স্বার্থ চরিত্রার্থ করতে চায়। এসব সন্ত্রাসী ঘটনা শুধু শ্রীলঙ্কার জন্যই নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জন্য বিরাট এক অশনি সংকেত। এই বিভাজনের সন্ত্রাসী রাজনীতিকে বিশ্বব্যাপি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।