সিপিবি নেতা শামছুজ্জামান সেলিমের স্ত্রী ফেরদৌস আরা সুলতানার মৃত্যুতে সিপিবির শোক

Posted: 07 এপ্রিল, 2019

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় নেতা শামছুজ্জামান সেলিমের স্ত্রী ফেরদৌস আরা সুলতানা আজ ৭ এপ্রিল (রোববার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এক বিবৃতিতে সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম পার্টির দীর্ঘকালীন সমর্থক, শুভানুধ্যায়ী ফেরদৌস আরা সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পার্টির প্রতি ফেরদৌস আরা সুলতানার অবদান স্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।