সিপিবি সংগঠক শ্রমিকনেতা কমরেড হোসেন আলীর গ্রেফতার ও রিমান্ডের তীব্র নিন্দা, নিঃশর্ত মুক্তি দাবি

Posted: 09 এপ্রিল, 2019

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ঢাকার শান্তিনগর শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য, প্রাইভেট কারস ড্রাইভার্স ইউনিয়নের নেতা কমরেড হোসেন আলীর গ্রেফতার এবং তাকে ৩ দিনের রিমান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম। আজ ৯ এপ্রিল এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল ৮ এপ্রিল কমরেড হোসেন আলী পেশাগত দায়িত্ব পালন করতে ইপিজেড এলাকায় যান। সেখানে সম্পূর্ণ বিনা উসকানিতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আটকে রাখে। পরবর্তী সময়ে আশুলিয়া থানা কল্পিত নাশকতার সঙ্গে তাকে যুক্ত করে এক গল্প ফাঁদে এবং তার নামে ৮টি ধারায় মামলা সাজায়। আজ আদালত পুলিশের দাবি অনুযায়ী তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা এই গ্রেফতার ও রিমান্ডের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে কমরেড হোসেন আলীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। নেতৃবৃন্দ আরও বলেন, নিরীহ মানুষের ওপর হয়রানিমূলক মামলা দিয়ে, মানুষকে গ্রেফতার ও নানাভাবে নাজেহাল করে ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। জনসমর্থনহীন সরকার ক্ষমতায় টিকে থাকতে এভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই সরকারকে সমুচিত জবাব দিতে হবে। একদলীয় কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।