প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড সুরুজ মিয়া আর নেই
সিপিবির গভীর শোক প্রকাশ
Posted: 27 ডিসেম্বর, 2018
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক কন্ট্রোল কমিশনের সদস্য প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড শাহ্ আব্দুল মোত্তালিব নেই, যিনি সবার কাছে সুরুজ মিয়া নামে পরিচিত ছিলেন। গতকাল ২৬ ডিসেম্বর রাত ৮.১৫টায় নেত্রকোণায় তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এক বিবৃতিতে প্রয়াত কমরেড সুরুজ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে কমিউনিস্ট পার্টি এবং বিভিন্ন আন্দোলন গড়ে তুলতে কমরেড শাহ্ আব্দুল মোত্তালিব সুরুজ মিয়া বিশিষ্ট ভ‚মিকা পালন করেছেন। তিনি কমরেড মণি সিংহের একান্ত সহযোগী ছিলেন। দীর্ঘদিন পার্টির নেত্রকোণা জেলা কমিটির নেতৃত্ব দিয়েছেন তিনি। কৃষক আন্দোলন, শিক্ষক আন্দোলনের নেতা ছিলেন তিনি। কমরেড সুরুজ মিয়া শিক্ষকতা পেশা ত্যাগ করে পার্টির সার্বক্ষণিক কর্মী হিসেবে পার্টির কাজে আত্মনিয়োগ করেন। মহান মুক্তিযুদ্ধে তিনি বিশিষ্ট ভূমিকা রাখেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ত্যাগ, আদর্শনিষ্ঠা, সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত কমরেড সুরুজ মিয়া। তিনি ছিলেন আপামর জনতার একান্ত আপনজন। তাঁর বিপ্লবী জীবন থেকে নতুন প্রজন্মকে শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি আমাদের প্রতিদিনের লড়াইয়ে প্রেরণা জোগাবেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।