‘ভিশন মুক্তিযুদ্ধ-৭১’ বাস্তবায়নে বৈষম্যহীন ইনসাফের সমাজ গড়তে কাস্তে মার্কার বিকল্প নেই ঢাকায় কাস্তে মার্কার সিপিবি’র প্রার্থীদের গণসংযোগে নেতৃবৃন্দ

Posted: 24 ডিসেম্বর, 2018

আজ ২৪ ডিসেম্বর বিকেলে বাম জোটের মনোনীত সিপিবি’র কাস্তে মার্কার প্রর্থীরা ঢাকার বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন। ঢাকা-১৫ আসনে বাম গণতান্ত্রিক জোট মনোনীত সিপিবি’র কাস্তে মার্কার প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল আজ বিকালে সেনপাড়া-পূর্ব কাজীপাড়া-প্যারিস রোড এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। এসব পথসভায় বক্তব্য রাখেনÑ ঢাকা কমিটির সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সাবেক ছাত্র নেতা সুলতানা ফেরদৌসি পলি, আলী কাউসার মামুন, প্রকৌশলী মানিক সরকার, সাদিয়া আলম মুনমুন, সিপিবি মিরপুর থানার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল ইসলাম সুজন, সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন, খন্দকার হিরকুল ইসলাম, বাম জোট মিরপুরের সমন্বায়ক আসাদুজ্জামান আজিম, উদীচী কাফরুলের সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রমুখ। ঢাকা-১৩ আসনে কাস্তে মার্কার প্রার্থী খান আহসান হাবীব লাবলু’র শহীদ সলিমুল্লাহ রোড, তাজমহল রোড এলাকায় গণসংযোগে ও পথসভা বক্তব্য রাখেনÑ ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন, সিপিবি নেতা প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, জামাল হায়দার, মোতালেব হোসেন, আলমগীর কবীর, আহাম্মদ তালাত তাজীব, ছাত্রনেতা জহর লাল রায়, রিদ্ধ্য অনিন্দ্য প্রমুখ। ঢাকা-৬ আসনে সিপিবি ও বাম জোটের কাস্তে মার্কার প্রার্থী আবু তাহের হোসেন বকুলের পক্ষে ৪৩ নং ওয়ার্ড এলাকার ওয়াল্টার রোড, মোহিনীমোহন দাস লেন, দেবেন্দ্র দাস লেন, সুকলাল লেন, রূপলাল চাঁদ লেন এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেনÑ আবু তাহের হোসেন বকুল, বিকাশ সাহা, সাইফুল ইসলাম সমীর, গোলাম রাব্বী খান, মীর মোস্তফা জামাল, হামিদুর রহমান ইকবাল, গণসংহতি আন্দোলনের নেতা আলিম মিয়া, যুব নেতা ইসমাইল হোসেন, ছাত্রনেতা দীপক শীল প্রমূখ। ঢাকা-১৪ আসনে কাস্তে মার্কার প্রার্থী রিয়াজ উদ্দিনের নেতৃত্বে কল্যাণপুর-টেকনিকাল এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন স্থানে পথসভা করেন বক্তব্য রাখেনÑ প্রবীণ কমিউনিস্ট নেতা সিদ্দিক আহাম্মেদ, ঢাকা কমিটির সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, আইনজীবী মনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ নিশি, সিপিবি নেতা জামাল হোসেন, যুব নেতা পাভেল আহাম্মেদ, আলী আকবর, উদীচী নেতা মৃদুলা মেঘ প্রমুখ। ঢাকা-১ আসনে কাস্তে মার্কার প্রার্থী আবিদ হোসেন নবাবগঞ্জ সুজাপুর, বাড়ুয়াখালি, শিকারি পাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় পথসভায় বক্তব্য রাখেনÑ আবিদ হোসেন, মোবারক হোসেন ঝন্টু, শেখ হান্নান, ছাত্রনেতা ফাহিম হোসেন পবন প্রমুখ। ঢাকা-২ আসনে কাস্তে মার্কার বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী সুকান্ত শফি চৌধুরী সাভার ফুলবাড়িয়া, হেমায়েতপুর, ঠেকুটিয়া এলাকায় গণসংযোগ করেন সিপিবি নেতা সাজেদা বেগম সাজু, যুব নেতা নজরুল ইসলাম, ছাত্রনেতা তাহাসান, সজল আহাম্মেদ প্রমুখ । ঢাকা-১৫ আসনে কাজীপাড়ার পথসভা সিপিবি’র প্রার্থী ডা. আহাম্মেদ সাজেদুল হক রুবেল বলেন মিরপুর-কাফরুলে সাম্প্রদায়িক সন্ত্রাস জঙ্গীবাদের হোতা জামাত-শিবিরকে পুনর্বাসনের চেষ্টা চলছে যা গণতান্ত্রিক রাজনীতি জন্য হুমকি । ঢাকা-১৩ আসনে তাজমহল রোড়ের পথসভায় খান আহসান হাবীব লাবলু বলেন সন্ত্রাস পেশী শক্তি কালো টাকার মালিকদের ভোট দিলে ভোট পচে জনগণ এবার ভোট পচাবেনা কাস্তে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত হবে । ঢাকা-৬ আসনে সূত্রাপুরে পথসভা আবু তাহের হোসেন বকুল বলেন পুরান ঢাকার জনগণ ভাড়া করা প্রার্থীদের এবার প্রত্যাখ্যান করবে দুই জোটে ভাড়া করা প্রার্থীর পক্ষে ভোটাররা থাকবেন না । সূত্রাপুরের জনগণে প্রতি দিনের সঙ্গীকে বেঁচে নিবে এলাকার উন্নায়নে। ঢাকা-১৪ আসনের প্রার্থী রিয়াজ উদ্দিন কল্যাণপুরে পথসভায় বলেন দুই জোটের প্রার্থীর বিরুদ্ধে ভূমিদস্যু অভিযোগ এলাকার সবারই জানা। জনগণ এদের হাত থেকে মুক্তি চায় আর সেই মুক্তির মার্কা কাস্তে । ঢাকা-২ আসনে সাভার হেমায়েতপুরে পথসভায় সাভার কেরানীগঞ্জ কামরাঙ্গীরচরের জনগণ বরাবরই অবহেলিত অতীতে যারা সংসদ সদস্য হয়েছে তারা কেউ জনগণের উন্নায়নে ভূমিকা রাখেনি কেবল লুটপাটের ৬০% ও ৪০% ভাগাভাগি করেছেন, কাস্তে মার্কা বিজয় হলে এই লুটপাট ভাগাভাগি বন্ধ করা হবে। ঢাকা-১ আসনে সিপিবি’র কাস্তে মার্কার প্রার্থী আবিদ হোসেন বলেন, কালোটাকার মালিকদের ভোট দিলে কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে না। টাকা দিয়ে ভোট কেনা শুরু হয়ে গেছে। জনগণ এই বিষয় প্রত্যাখ্যান করেই কাস্তে মার্কায় ভোট দিবেন । পথসভায় নেতৃবৃন্দ আরো বলেনÑ ‘ভিশন মুক্তিযুদ্ধ-৭১’ বাস্তবায়নে বৈষম্যহীন ইনসাফের সমাজ গড়তে কাস্তে মার্কাই এক মাত্র বিকল্প। বিজয়ের মাসে ‘ভিশন মুক্তিযুদ্ধ-৭১’-এর আর এক বার বিজয় হবে । আগামীকাল ২৫ ডিসেম্বরের গণসংযোগে অংশ নেবেন মুজাহিদুল ইসলাম সেলিম আগামীকাল ২৫ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ৪টায় মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সামনে থেকে ঢাকা-১৩ আসনে কাস্তে মার্কার প্রার্থী খান আহসান হাবীব (লাবলু)’র সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করবেন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আগামীকাল বিকেল সাড়ে ৩টায় ইস্ট এন্ড ক্লাব, ধূপখোলা মাঠে ঢাকা-৬ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মনোনীত কাস্তে মার্কার প্রার্থী আবু তাহের হোসেন (বকুল)-এর নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করবেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ।