মহাজোট ও ঐক্য ফ্রন্টের নীতিহীন রাজনীতি প্রত্যাখ্যান করে এবার জনগণ আদর্শবাদী রাজনীতি বাম গণতান্ত্রিক জোটের পক্ষে অবস্থান নিবেন। সেটাই হবে পরিবর্তনের রাজনীতি যা জনগণ চায়। ঢাকায় কাস্তে মার্কার সিপিবি’র প্রার্থীদের গণসংযোগে নেতৃবৃন্দ

Posted: 23 ডিসেম্বর, 2018

আজ ২৩ ডিসেম্বর বিকেলে বাম জোটের মনোনীত সিপিবি’র কাস্তে মার্কার প্রার্থীরা ঢাকার বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন। ঢাকা-১৫ আসনে বাম গণতান্ত্রিক জোট মনোনীত সিপিবি’র কাস্তে মার্কার প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল সকাল থেকে গণসংযোগ করেন সেনপাড়া, ১০ নম্বর ও বিকাল ৪টা কাফরুলের হাইটেক হাসপাতাল থেকে উত্তর কাফরুল দক্ষিণ কাফরুল এলাকা পথসভা ও গণসংযোগ করেন এসব পথসভায় বক্তব্য রাখেন- ঢাকা কমিটির সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সাবেক ছাত্র নেতা সুলতানা ফেরদৌসি পলি, আলী কাউসার মামুন, সিপিবি মিরপুর থানার সভাপতি শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক রাসেল ইসলাম সুজন, সাবেক ছাত্র নেতা ফারুক হোসেন খন্দকার হিরকুল ইসলাম, বাম জোট মিরপুরের সমন্বয়ক আসাদুজ্জামান আজিম, উদীচী কাফরুলের সভাপতি সুব্রত ভট্টাচার্য সাবেক ছাত্র নেতা রাকিবুজ্জামান প্রমুখ। ঢাকা-১৩ আসনে কাস্তে মার্কার প্রার্থী খান আহসান হাবীব লাবলু’র দিয়া বাড়ী, চাঁদ উদ্যান এলাকায় গণসংযোগে ও পথসভা বক্তব্য রাখেন ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন, সিপিবি নেতা প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, জামাল হায়দার, মোতালেব হোসেন, আলমগীর কবীর, আহাম্মদ তালাত তাজীব, ছাত্রনেতা জহর লাল রায়, ঋদ্ধ্য অনিন্দ্য প্রমুখ। ঢাকা-৬ আসনে সিপিবি ও বাম জোটের কাস্তে মার্কার প্রার্থী আবু তাহের হোসেন বকুলের পক্ষে ৪০নং ওয়ার্ড, বেগম বাজার, দয়াগঞ্জ, শরৎ দাশ গুপ্ত রোড এলাকায় গণসংযোগ ও পথসভা করেন এ সময় বক্তব্য রাসেল সিপিবি নেতা বিকাশ সাহা, ঢাকা কমিটির ত্রিদিব সাহা, সাইফুল ইসলাম সমীর, যুব নেতা গোলাম রাব্বী খান, এডভোকেট নেসার আহমেদ, যুবনেতা আনোয়ার হোসেন, ছাত্রনেতা দীপক শীল, ফয়জুর মেহেদী, প্রিতম ফকির প্রমুখ। ঢাকা-১৪ আসনে কাস্তে মার্কার প্রার্থী রিয়াজ উদ্দিনের নেতৃত্বে গুদারাঘাট এ ব্লক, বি ব্লক এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন স্থানে পথসভা করেন ও বক্তব্য রাখেন- প্রবীন কমিউনিস্ট নেতা সিদ্দিক আহাম্মেদ, আইনজীবী মনোয়ার হোসেন, সাবেক ছাত্র নেতা সাজ্জাদ নিশি, সিপিবি নেতা জামাল হোসেন, যুব নেতা পাভেল আহাম্মেদ, আলী আকবর, উদীচী নেতা মৃদুলা মেঘ প্রমুখ। ঢাকা-১ আসনে কাস্তে মার্কার প্রার্থী আবিদ হোসেন নবাবগঞ্জ সুজাপুর, বাড়ুয়াখালি, শিকারি পাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় পথসভায় বক্তব্য রাখেন- আবিদ হোসেন, মোবারক হোসেন ঝন্টু, শেখ হান্নান, ছাত্র নেতা ফাহিম হোসেন পবন প্রমুখ। ঢাকা-২ আসনে কাস্তে মার্কার বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী সুকান্ত শফী চৌধুরী কামরাঙ্গীরচর ঝাউলা হাঁটি এলাকায় গণসংযোগ করেন সিপিবি নেতা মো. জামাল, টেনারি শ্রমিক নেতা মো. কুদ্দুস মিয়া, ছাত্রনেতা তাহসান, সজল আহাম্মেদ প্রমুখ। পথসভায় বক্তারা বলেন মহাজোট ও ঐক্যফ্রন্টে নীতিহীন রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করে আদর্শবাদী রাজনীতি বাম গণতান্ত্রিক ফ্রন্ট জোটের পক্ষে রায় দিবেন। রাজনীতি ও জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য বাম জোট রাজপথে ও ভোটের লড়াইয়ে অংশ নিয়েছে। পথসভায় নেতারা আরো বলেন দুই জোটের লুটপাটের রাজনীতি ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে জনগণ। সারাদেশে নির্বাচন পরিস্থিতি এখন ভয় ও আতংকের বিষয়ে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন এখনো জনগণকে প্রমাণ দিতে পারেনি আদৌ ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবে কি না।