সিপিআইএম নেতা কমরেড নিরুপম সেনের মৃত্যুতে সিপিবির শোক

Posted: 24 ডিসেম্বর, 2018

ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (সিপিআইএম)’র সাবেক পলিটব্যুরো সদস্য, পশ্চিমবঙ্গ সরকারের সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী বর্ষীয়ান কমিউনিস্ট নেতা কমরেড নিরুপম সেনের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ বলেন, কমরেড নিরুপম সেন কমিউনিস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, স্বাস্থ্য-শিক্ষার আন্দোলনে তিনি বিশিষ্ট ভূমিকা পালন করেছেন। মার্কসবাদী তাত্ত্বিক হিসেবে নিয়মিত লেখালেখি করতেন, যা পাঠকদের নতুন চিন্তায় উদ্দীপ্ত করে। পশ্চিমবঙ্গ সরকারের শিল্পমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে কৃষির ওপর ভিত্তি করে শিল্পায়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে এবং বিভিন্ন বামপন্থী দলের মধ্যে ভ্রাতৃত্বমূলক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে কমরেড নিরুপম সেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের জনগণ এক অকৃত্রিম বন্ধুকে হারাল। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত কমরেডের শোকসন্তপ্ত পার্টির নেতা-কর্মী এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, আজ ২৪ ডিসেম্বর ভোরে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে কমরেড নিরুপম সেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।