বগুড়ার সাতমাথায় কাস্তে মার্কার প্রার্থী
আমিনুল ফরিদের নির্বাচনী জনসভায় হামলা-ভাংচুর
সিপিবি কেন্দ্রীয় কমিটির নিন্দা
Posted: 19 ডিসেম্বর, 2018
আজ ১৯ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬.৪০টায় বগুড়ার সাতমাথায় বগুড়া- ৬ আসনের বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আমিনুল ফরিদের নির্বাচনী জনসভায় হামলা, ভাংচুর, মাইক কেড়ে নেওয়া ও ভাংচুর, ব্যানার কেড়ে নেয়া এবং নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে।
বগুড়ার সাতমাথায় নির্বাচনী জনসভায় শ্রমিকনেতা আসলাম খান বক্তব্য প্রদানকালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নাসিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী আসলাম খানের কাছ থেকে মাইক কেড়ে নেয় ও তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সন্ত্রাসীরা মাইক ভাংচুর করে ও ব্যানার কেড়ে নেয় এবং নেতাকর্মীদের ওপর হামলা পরিচালনা করে। সন্ত্রাসীরা সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল ফরিদকেও লাঞ্ছিত করে।
এরপর সন্ধ্যা ৭টার দিকে জেলা ছাত্র ইউনিয়নের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। পুলিশ পাশে থাকলেও তারা নীরব ভূমিকা পালন করে। বর্তমানে সিপিবি ও বাম জোটের নেতাকর্মীরা সাতমাথায় অবস্থান নিয়েছে।
সিপিবি কেন্দ্রীয় কমিটির নিন্দা
সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল ফরিদের নির্বাচনী জনসভায় হামলা, ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলম। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হামলা করে নির্বাচন থেকে কমিউনিস্ট পার্টির প্রার্থীকে পিছু হটানো যাবে না। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সাথে আমিনুল ফরিদের নিরাপত্তা প্রদান ও নির্বাচনী প্রচার যাতে নির্বিঘ্নভাবে করতে পারে সেজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ এ ধরনের হামলার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।