কেবল গদি নয়-নীতির পরিবর্তন করতে হবে, নির্বাচনে দুই জোটের নীতিহীন রাজনীতি প্রত্যাখ্যান করে এবার জনগণ নীতির পক্ষে অবস্থান নিবেন

Posted: 19 ডিসেম্বর, 2018

# ঢাকায় কাস্তে মার্কার সিপিবি’র প্রার্থীদের গণসংযোগে নেতৃবৃন্দ আজ ১৯ ডিসেম্বর বিকেলে বাম জোটের মনোনীত সিপিবি’র কাস্তে মার্কার প্রার্থীরা ঢাকার বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন। ঢাকা-১৫ আসনে কাস্তে মার্কার প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল সকালে শেওড়াপাড়া মণিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সিপিবি’র সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিকাল ৩টা থেকে আগারগাঁও-তালতলা-রোকেয়া স্বরণী-কাজীপাড়া-মণিপুর ও সেনপাড়া, ১৩ নম্বর এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বক্তব্য রাখেন- ঢাকা কমিটির সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সাবেক ছাত্র নেতা ডা. সুলতানা ফেরদৌসি পলি, যুব ইউনিয়ন প্রেসিডিয়াম সদস্য শেখ আব্দুল মান্নান, সাবেক ছাত্রনেতা আলী কাউসার মামুন, সিপিবি মিরপুর থানার সাধারণ সম্পাদক রাসেল ইসলাম সুজন, খন্দকার হিরকুল ইসলাম প্রমুখ। ঢাকা-১৪ আসনে রিয়াজ উদ্দিনের নেতৃত্বে মিরপুর-১, গুদারাঘাট, শাহ আলী এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন স্থানে পথসভা করেন বক্তব্য রাখেন- প্রবীণ কমিউনিস্ট নেতা সিদ্দিক আহাম্মেদ, আইনজীবী মনোয়ার হোসেন, সাবেক ছাত্র নেতা সাজ্জাদ নিশি, শ্রমিক নেতা জামাল হোসেন, যুব নেতা পাভেল আহাম্মেদ, আলী আকবর, উদীচী নেতা মৃদুলা মেঘ প্রমুখ। ঢাকা-১৩ আসনে খান আহসান হাবীব লাবলু মোহাম্মদপুর, আদাবর এলাকায় গণসংযোগ করেন। এ সময় পথসভায় বক্তব্য রাখেন- সিপিবি নেতা জামাল হায়দার, কৃষক নেতা নিমাই গাঙ্গুলী, সিপিবি নেতা মোশাররফ হোসেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদৌস আহাম্মেদ উজ্জল, সিপিবি নেতা আহাম্মেদ তালাত তাজিব, ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জহরলাল, ছাত্র নেতা ঋদ্ধ অনিন্দ্য প্রমুখ। ঢাকা-৬ আসনে আবু তাহের হোসেন বকুল সূত্রাপুরের ৪২নং ওয়ার্ড, বাহাদুরশাহ পার্ক এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন- সিপিবি নেতা বিকাশ সাহা, রতন দাশ, সাইফুল ইসলাম সমীর, যুব নেতা আনোয়ার হেসেন প্রমুখ। ঢাকা-১ আসনে আবিদ হোসেন দোহার নবাবগঞ্জ প্রত্যন্ত এলাকায় গণসংযোগ করেন। এ সময় পথসভায় বক্তব্য রাখেন- আবিদ হোসেন, মোবারক হোসেন ঝন্টু প্রমুখ। ঢাকা-২ আসনে সুকান্ত সফী চৌধুরী কেরানীগঞ্জের কলাতিয়া, ৫৫নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন সিপিবি নেতা মাহমুদুর রহমান বিরল, সিপিবি নেতা আব্দুল হাকিম, ছাত্র নেতা প্রবাদ আহমেদ কায়সার প্রমুখ। পথসভাগুলোতে বক্তারা বলেন- ‘কেবল গদি নয়-নীতির পরিবর্তন করতে হবে। নির্বাচনে দুই জোটের নীতিহীন রাজনীতি প্রত্যাখ্যান করে এবার জনগণ নীতির পক্ষে অবস্থান নিবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।’ বক্তারা আরও বলেন, ‘সারাদেশে নির্বাচনী সহিংসতা বন্ধে দ্রুত নির্বাচন কমিশনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারি দলের পেশিশক্তি রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে।’