বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দকে সাক্ষাৎ দেয়নি নির্বাচন কমিশন
Posted: 15 ডিসেম্বর, 2018
বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী কর্মকাণ্ডে বাধা প্রদান, অনিয়ম ও সরকারি দলের হামলার অভিযোগ নিয়ে আজ সকালে নির্বাচন কমিশনে গেলে নির্বাচন কমিশন বা দায়িত্বশীল কর্মকর্তারা তাদের সাথে সাক্ষাৎ করেননি। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা নজরুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মীর মোক্তাদির হোসেন মোস্তাকসহ জোটের নেতৃবৃন্দ আজ সকালে নির্বাচন কমিশনে যান। নেতৃবৃন্দের নির্বাচন কমিশনে যাওয়ার বিষয়ে গত ১৪ তারিখেই চিঠির মাধ্যেমে অবহিত করা হয়।
আজ সকালে ১০টায় আবারো কমিশনে জরুরি ফ্যাক্স দিয়ে এ বিষয়ে অবহিত করা হয়। নেতৃবৃন্দ কমিশনে পৌঁছার পর অভ্যর্থনা ডেস্ক থেকে বিষয়টি কমিশন সচিবের একান্ত সচিবকে জানানো হয়। তিনি সচিবের সাথে কথা বলে আধা ঘণ্টা নেতৃবৃন্দকে অপেক্ষা করতে বলেন। আধা ঘণ্টা পর জানানো হয় সচিব সভায় ব্যস্ত আছেন। পরে নেতৃবৃন্দ অভ্যর্থনা ডেস্কে বাম জোটের অভিযোগপত্র জমা দিয়ে চলে আসেন। এ সময় নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগের কপি বণ্টন করেন।
বাম গণতান্ত্রিক জোট নির্বাচন কমিশনের এ ধরনের অগণতান্ত্রিক ও অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।