বাসযোগ্য ঢাকা বাস্তবায়নে ঢাকায় সিপিবি’র কাস্তে মার্কার ৬ প্রার্থীর গণসংযোগ ও পথসভায় আহ্বান

Posted: 17 ডিসেম্বর, 2018

আজ ১৭ ডিসেম্বর বিকালে শহরের ৬ টি আসনে বাম গণতান্ত্রিক জোট সমর্থীত সিপিবি’র প্রার্থীরা গণসংযোগ করেন ঢাকা-১৫ আসনে ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল বিকাল ৪ টায় কাফরুল শেওড়া পাড়া, পশ্চিম শেওড়া পাড়া এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। পথসভায় বক্তব্য রাখেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, প্রেসিডিয়াম সদস্য শেখ আব্দুল মান্নান, অভিনয় শিল্পী ও যুব ইউনিয়ন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সুমনা সোমা, সিপিবি ঢাকা কমিটির নেতা সেকান্দার হায়াত, প্রধান নির্চনী এজেন্ড আলী কাউসার মামুন, সিপিবি মিরপুর থানা সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদর রাসেল ইসলাম সুজন, ১৪ নং ওয়ার্ড সম্পাদক আসাদুজ্জামান আজিম, সাবেক ছাত্র নেতা ফারুক হোসেন, তানভীর হাসান আফনান প্রমুখ। ঢাকা-১৪ আসনে রিয়াজ উদ্দিন মধ্য পীরেরবাগ, পাইকপাড়া এলাকায় গণসংযোগ করেন এ সময় বিভিন্ন স্থানে পথসভা করেন বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিস্ট নেতা সিদ্দিক আহাম্মেদ, আইনজীবী মনোয়ার হোসেন, সাবেক ছাত্র নেতা সাজ্জাদ নিশি, পার্থ স্বারর্থী মোদক, যুব নেতা পাভেল আহাম্মেদ, আলী আকবর প্রমুখ। ঢাকা-১৩ আসনে খান আহসান হাবীব লাবলু মোহাম্মদপুরে সিয়া মসজিদ কৃষি মার্কেট এলাকায় গণসংযোগ করেন এ সময় পথসভায় বক্তব্য রাখেন সিপিবি নেতা জামাল হায়দার, কৃষক নেতা নিমাই গাঙ্গুলী, সিপিবি নেতা মোশারফ হোসেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদৌস আহাম্মেদ উজ্জল, ছাত্র নেতা ঋদ্ধ অনিন্দ্য প্রমুখ। ঢাকা-৬ আসনে আবু তাহের হোসেন বকুল গেন্ডারিয়া লোহার পুর সুত্রাপুর এলাকায় গণসংযোগ করেন। এ সময় পথসভায় বক্তব্য রাখেন সিপিবি নেতা বিকাশ সাহা, রতন দাশ, সাইফুল ইসলাম সমীর, যুব নেতা গোলাম রাব্বী, আনোয়ার হেসেন প্রমুখ। ঢাকা-১ আসনে আবিদ হোসেন দোহার নবাবগঞ্জ এলাকায় গণসংযোগ করেন এ সময় পথসভায় বক্তব্য রাখেন মোবারক হোসেন ঝন্টু, ছাত্র নেতা অনিক রায় প্রমুখ। ঢাকা-২ আসনে সুকান্ত সফী চৌধুরী ৫৬ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা কমিটির সদস্য আক্তার হোসেন সিপিবি নেতা মাহমুদুর রহমান বিরল প্রমুখ। পথসভাগুলোতে প্রার্থীরা ঢাকাকে বাসযোগ্য গড়ে তোলার অঙ্গীকার ব্যাক্ত করেন, দুই সিটি কর্পোশন ও ঢাকার বর্তমান সংসদ সদস্যরা ব্যর্থ বলে ঢাকা আজ বসবাস করার অনুপযোগী হয়ে গেছে।