সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার সভায় কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্র লীগের বর্বর হামলার নিন্দা

Posted: 09 জুলাই, 2018

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে আজ ৯ জুলাই সিপিবি কার্যালয়ে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাম মোর্চার সমন্বয়ক ও কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের ফিরোজ আহমেদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহŸায়ক হামিদুল হক। আরো উপস্থিত ছিলেন সিপিবি’র সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, রুহিন হোসেন প্রিন্স, বাসদ’র বজলুর রশীদ ফিরোজ, কমিউনিস্ট লীগের অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)’র আলমগীর হোসেন দুলাল, ফখরুদ্দিন কবীর আতিক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আমিনুর রহমান বিশাল। সভায় এক প্রস্তাবে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ কর্মীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানো হয়। সরকারি দল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আন্দোলনকারীদের বিরুদ্ধে কুৎসা রটনাও মিথ্যাচারে ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানানো হয়। প্রস্তাবে অবিলম্বে গ্রেফতারকৃত আন্দোলনকারীদের মুক্তি, আন্দোলনকারীদের ওপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার, সরকারের উদ্যোগে আহত আন্দোলনকারীদের চিকিৎসার দাবি জানানো হয়। কমসূচি অবিলম্বে কোটার যৌক্তিক সংস্কারের প্রজ্ঞাপন জারি, আন্দোলনকারীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের বিচার ও কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে আগামী ১১ জুলাই, বুধবার, বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সংহতি সমাবেশ’ অনুষ্ঠিত হবে।