সাবেক ছাত্র ইউনিয়ন নেতা মেহেদী হাসানের উপর সন্ত্রাসী আক্রমণে সিপিবি’র নিন্দা
Posted: 20 জুন, 2018
টাঙ্গাইলের ঘটাইল উপজেলার ৭নং দিগড় ইউনিয়নের পাকুটিয়া গ্রামে অবৈধ বিদ্যুৎ ব্যবসায়ী চক্র গোলাম মোস্তফা ও আজমত আলীর প্রতারণার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, ২০০১ সালে আগস্টে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক লেখক ব্লগার মেহেদী হাসানের উপর নৃশংস আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ ২০ জুন, এক বিবৃতিতে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম গুরুতর আহত মেহেদী হাসানের দ্রুত আরোগ্য কামনা করেন। নেতৃবৃন্দ মেহেদী হাসানের উপর আক্রমণকারী অবৈধ বিদ্যুৎ ব্যাবসায়ী চক্রের হোতা গোলাম মোস্তফা ও আজমত আলীর গ্রেফতার ও বিচার দাবি করেন।