কিশোরগঞ্জ জেলা সিপিবি’র সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি ও ছাত্র ইউনিয়ন অফিসে হামলায় সিপিবি কেন্দ্রীয় কমিটির নিন্দা
Posted: 29 মে, 2018
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক বিবৃতিতে কিশোরগঞ্জ জেলা ছাত্র ইউনিয়ন অফিসে হামলা-সংস্কার কাজে বাধাদান-লুটপাট ও জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. এনামুল হককে হত্যার হুমকির নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ হামলা ও হুমকিদাতাদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
আজ ২৯ মে এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকা-ের পর প্রথম প্রতিবাদ মিছিল বের হয়েছিল এই অফিস থেকেই। পাকিস্তান আমল থেকে এই অফিসটি ছাত্র ইউনিয়ন অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে অফিসটি জরাজীর্ণ হয়ে পড়ায় ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সংস্কার কাজ শুরু হয়। সংস্কার কাজ চলার সময় গত ২৭ মে সকালে স্থানীয় কুখ্যাত রাজাকার পরিবারের সদস্য, সন্ত্রাসী টুটুল ও মিতুল সংস্কার কাজে বাধা ও অফিসের আসবাবপত্র লুট করার চেষ্টা করে। ছাত্র ইউনিয়ন ও সিপিবি’র নেতাকর্মীরা এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. এনামুল হককে হত্যার হুমকি দেয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হুমকিদাতা ও হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান।