খাগড়াছড়িতে পরপর হত্যাকাণ্ড সরকারের দেউলিয়াত্বের প্রমাণ

Posted: 07 মে, 2018

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে একের পর এক হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে আবারও রক্তাক্ত ঘটনা দেশবাসীকে প্রত্যক্ষ করতে হলো। প্রকাশ্য দিবালোকে নানিয়ার চরের উপজেলা এলাকার মধ্যে ও বেতছড়িতে যে ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা সরকার ও প্রশাসনের ব্যর্থতাকে আবারও উন্মোচিত করেছে। শান্তিচুক্তি বাস্তবায়নে কালক্ষেপনও একের পর এক হত্যাকাণ্ডের অন্যতম কারণ। নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন গ্রুপের মধ্যে রক্তপাত ও হানাহানি নিজেদের শক্তিক্ষয় ও অধিকার আদায়ের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ষড়যন্ত্রকারী শক্তির হাতই শক্তিশালী হচ্ছে। সংকীর্ণ ভেদাভেদ ভুলে অধিকার আদায়ে পাহাড়ি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে শান্তিচুক্তি বাস্তবায়ন এবং পাহাড়ে শান্তি ও বাসযোগ্য পরিবেশ সৃষ্টির জন্য সরকারের সর্বাত্মক উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।