মৌলভীবাজারের বামপন্থী নেতা গজনফর আলী চৌধুরীর মৃত্যুতে সিপিবির শোক

Posted: 20 এপ্রিল, 2018

মৌলভীবাজারের বামপন্থী আন্দোলনের অন্যতম স্থপতি ছাত্র ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক ন্যাপ নেতা গজনফর আলী চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মৌলভীবাজারে ছাত্র ইউনিয়ন গড়ে তুলতে, বামপন্থী আন্দোলনকে বেগবান করতে গজনফর আলীর ভূমিকা অগ্রগণ্য। তাঁর বিশিষ্ট ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর সংগ্রামী জীবন থেকে সমাজ পরিবর্তনের লড়াইয়ের যোদ্ধাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেন। উল্লেখ্য, আজ ২০ এপ্রিল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৌলভীবাজারে গজনফর আলী মৃত্যুবরণ করেন।