সুন্দরবনের ভিতরে কয়লাবাহী জাহাজ ডুবির ঘটনায় সিপিবি’র ক্ষোভ
সুন্দরবন রক্ষায় আন্দোলন গড়ে তোলার আহ্বান
Posted: 16 এপ্রিল, 2018
সুন্দরবনের ভিতরে আবারও কয়লাবাহী জাহাজ ডুবির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, সুন্দরবনের মধ্য দিয়ে কয়লাসহ পণ্যবাহী জাহাজ চলাচল যে ঝুঁকিপূর্ণ এবং এর ফলে সুন্দরবন যে ক্ষতিগ্রস্ত হবে তা আমরা অনেক আগে থেকেই বলে এসেছি। এটি উপেক্ষা করে বারবার কয়লাবাহীসহ পরিবেশ দূষণকারী পণ্য নিয়ে জাহাজ চলাচল করছে। গত ১৪ এপ্রিল সুন্দরবনের ভিতরে মংলা সমুদ্র বন্দরে পশুর চ্যানেলে হাড়বাড়িয়া এলাকায় ৭৭৫ মেট্রিক টন কয়লা নিয়ে এম ভি বিলাস নামের লাইটার জাহাজ ডোবার মধ্য দিয়ে এই আশংকা আবারও সত্যে পরিণত হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে নদী থেকে কয়লা উদ্ধারে ও দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থার দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জনমত উপেক্ষা করে এমনিতেই সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ, বড় বড় শিল্প কল-কারখানা গড়ে তোলা এবং বেআইনীভাবে লাল ক্যাটাগরির শিল্প স্থাপনাকে সবুজ দেখিয়ে ছাড়পত্র দেওয়াসহ নানাবিধ কারণে সুন্দরবন ধ্বংসের মুখে পড়েছে। এরপর নদী দিয়ে অবাধে পণ্যবাহী জাহাজ চলাচলের কারণে সুন্দরবনের জীববৈচিত্রের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ অবস্থায় একাধিক বার কয়লাবাহী, তেলবাহী জাহাজ ডুবি পুরো সুন্দরবনের জীববৈচিত্রকে হুমকির মুখে ফেলছে। অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে, সরকার মুখে সুন্দরবন রক্ষার কথা বললেও কার্যত সুন্দরবনকে পরিত্যাক্ত ঘোষণা করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বিশ্বঐতিহ্য সুন্দরবন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, অবিলম্বে সুন্দরবনবিনাশী রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সকল স্থাপনা বন্ধ এবং সুন্দরবনের ভিতর দিয়ে অবাধে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দাবি জানান। একইসাথে নেতৃবৃন্দ সুন্দরবন রক্ষায় সব মহলকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান।