অবিলম্বে মন্টি ও দায়সোনা চাকমাকে উদ্ধার কর তনুসহ সকল ধর্ষণ ও হত্যার বিচার কর

Posted: 23 মার্চ, 2018

পার্বত্য চট্টগ্রামে আদিবাসী দুই নেত্রীকে অবিলম্বে উদ্ধার, তনু হত্যার বিচার এবং পাহাড়ে সমতলে নারী-র্শিশু নির্যাতন, ধর্ষণ হত্যার প্রতিবাদে আজ বিকেল ৫টায় শাহবাগে কমিউনিস্ট নারী সেল ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশনারা রুশোর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সহ-সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জলি তালুকদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উপদেষ্টা শামসুনাহার জোৎস্না, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেত্রী মাখছুদা আক্তার লাইলী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, বাসদ নগর কমিটির সদস্য সচিব জুলফিকার আলী, কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির নেত্রী লুনা নূর, কমিউনিস্ট পার্টি নারী সেলের নেত্রী তহমিনা ইয়াসমিন নীলা। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, হিল উইমেনস ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা, নারী সংহতির সভাপতি অপরাজিতা চন্দ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স। উপস্থিত ছিলেন গবেষক ও লেখক রেহনুমা আহমেদ, খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক তাহমিনা ইয়াসমিন সাথীসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন সিপিবি নারী সেলের নেত্রী লাকী আক্তার। সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে মন্টি ও দয়াসোনা চাকমাকে উদ্ধারের দাবি জানিয়ে বলেন, পাহাড়ে সমতলে বাঙালি আদিবাসী কাঁধে কাঁধ মিলিয়ে ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। আজ স্বাধীন দেশে পার্বত্য চট্টগ্রামে একের পর এক অপহরণ, ধর্ষণ, যৌন নিপীড়ন-নির্যাতন চলছে যা আমাদের মুক্তিযুদ্ধের পরিপন্থি। কল্পনা চাকমাকে অপহরণের ২১ বছর পরেও এর কোনো বিচার হয়নি। কুমিল্লা ক্যান্টমেন্টের তনু ধর্ষণ ও হত্যার কোনো বিচার হয়নি। এই বিচারহীনতা প্রমাণ করে সরকার খুনী-ধর্ষক-অপহরণকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। নেতৃবৃন্দ কল্পনা চাকমা অপহরণ ও তনু হত্যার বিচারের দাবি জানিয়ে বলেন পার্বত্য চট্টগ্রামে গ্রেফতারকৃত দুই নেত্রীকে অবিলম্বে উদ্ধার করে দেশবাসীর সামনে হাজির করুন। নেতৃবৃন্দ অব্যাহত ধর্ষণ-হত্যা-নির্যাতন ও যৌন নিপীড়নের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।