গার্মেন্ট শিল্পে ঘোষিত নিম্নতম মজুরি বোর্ড একপেশে
শ্রমিক পক্ষের দাবিকৃত ১৬ হাজার টাকা নিম্নতম মজুরি মেনে নিন
Posted: 15 জানুয়ারী, 2018
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম আজ ১৫ জানুয়ারি ২০১৮ এক বিবৃতিতে গার্মেন্ট শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে ঘোষিত মজুরি বোর্ডকে একপেশে বলেছেন। নেতৃবৃন্দ সরকারকে মালিকদের আজ্ঞাবহ উল্লেখ করে বলেন, মজুরি বোর্ডে মালিক পক্ষের আধিপত্য স্পষ্ট এবং প্রকৃত শ্রমিক প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি। বরাবরের মতো সরকার দলীয় শ্রমিক নেতাকে সদস্য মনোনীত করে মজুরি বোর্ড ঘোষিত হয়েছে। এমতাবস্থায়, নতুন মজুরি হার নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকরা অতীতের মত ঠকতে পারে এই আশংকা ব্যক্ত করে নেতৃবৃন্দ সকলকে সতর্ক থাকার এবং আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ শ্রমিক পক্ষের যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তারা অবিলম্বে গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা এবং পিসরেটসহ সকল গ্রেডে একই হারে মজুরি বৃদ্ধির দাবি জানান।